চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকচাপায় গুরুতর জখম এক পথচারী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে মারা গেছেন। মৃত পথচারী হলেন উপজেলার নেজামপুর ইউনিয়নের কেন্দুয়া গ্রামের মৃত কানাই কর্মকারের ছেলে সুফল কর্মকার (৫৫)।
নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার নেজামপুর মোড়ে রাস্তা পারাপারের সময় নাচোল-আমনুরাগামী একটি মালবোঝাই ট্রাক সুফল কর্মকারকে চাপা দিলে ঘটনাস্থলে তার বামপা হাঁটু থেকে ছিটকে পড়ে এবং শরীরের বিভিন্ন জায়গা চরম ক্ষতবিক্ষত হয়। এলাকাবাসী দ্রুত তাকে নাচোল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরক চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্তর করেন। গতকাল শবিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুফল মারা যান।
এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশ হেফাজতে দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।