জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার শোভাযাত্রা ও সমাবেশের কর্মসূচী গ্রহণ করেছে উপজেলা জাসদ। দলটির পক্ষ থেকে পাঠানো আমন্ত্রন পত্রে এ তথ্য জানানো হয়েছে।
নাচোল উপজেলা জাসদের সভাপতি সারাওয়ার জাহান বাদল জানান, নাচোল ডিগ্রী কলেজ মাঠে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবে জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ রুনু,। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আযহারুল ইসলাম পিন্টু, কর্নেল তাহেল সংসদের সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, জেলা যুব জোটের সভাপতি তরিকুল ইসলাম, জেলা নারী জোটের আহ্বায়ক তৌহিদা খাতুন কমলা সহ অনেকে।