সন্ত্রাসের জনপদ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মর্দানায় শুক্রবার দুুপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরনে হাতের কব্জি হারানো যুবক তাইফুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তাইফুর রহমান শিবগঞ্জ পৌর এলাকার মর্দানা গ্রামের মৃত ফজলু মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শিবগঞ্জ পৌর এলাকার মর্দানা গ্রামে তাইফুর রহমান তার ভাই সাইফুদ্দিনের বাড়ীর ছাদে বোমা বানানোর সময় দুপুর পৌনে ২টায় হঠাৎ বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। তাইফুরের ডান হাতের কব্জি উড়ে যায়। বোমা বিস্ফোরনে এলাকা প্রকম্পিত এবং মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করা শিবগঞ্জ থানার এসআই কামরুজ্জামান জানান, চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৫টার দিকে তাইফুরের মৃত্যু হয়।
এ শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব জানান, বোমা বানাতে গিয়ে বোমার বিস্ফোরণ ঘটলে তাইফুর গুরুতর আহত হয়। মুখ ঝলসে যায়। পরে তার স্বজনরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে বোমা তৈরীর উপকরণ উদ্ধার করা হয়েছে সেই সাথে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।