চাঁপাইনবাবগঞ্জ শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ে সোমবার থেকে চালু হয়েছে সততা স্টোর। এ স্টোরে শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ বিক্রির জন্য রাখা হয়েছে। তবে অন্য বিক্রিয় প্রতিষ্ঠানের মত এখানে কোন বিক্রেতা থাকবে না, নির্ধারিত স্থানে মূল্য পরিশোধ করে ক্রেতা প্রয়োজনীয় পন্যটি কিনে নিতে পারবে। আর এর মাধ্যমে ছোট বয়স থেকেই শিক্ষার্থীদের মধ্যে জাগ্রত হবে সততা ও নৈতিকতা এমনটি মনে করেন এর উদ্যোক্তারা। বিদ্যালয় কতৃপক্ষ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এটি চালু করা হয়েছে।
সকালে এ সততা স্টোরের উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা পরিষদের চেয়ারম্যান মইনুদ্দীন মন্ডল ও জেলা প্রশাসক মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফতাব আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর ড. সিরাজ উদ্দিন।
বিজ্ঞাপন
src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347"
crossorigin="anonymous">