২.
তোমায় ভীষণ জানতে যেমন চাই-
এই কথা আর বলতে বাধা নাই-
তোমার হাতের চুড়ির মত রঙ-
আর প্রিয় তোমার ঐ মোবাইল ফোন নং !
তোমায় ভীষণ জানতে যেমন চাই-
এই কথা আর বলতে বাধা নাই-
তোমার হাতের চুড়ির মত রঙ-
আর প্রিয় তোমার ঐ মোবাইল ফোন নং !
৩.
আমি তোমার নাম জানি না !
বাড়ি কোথায়? গ্রাম জানি না!
কোন শ্যাম্পুতে চুল করো ওয়াশ?
মন ভাসিয়ে গান হয়ে রশ!
আমি তার নাম জানি না-
বিকেল বেলায় তেল মাখনা ?
আমি তোমার নাম জানি না !
বাড়ি কোথায়? গ্রাম জানি না!
কোন শ্যাম্পুতে চুল করো ওয়াশ?
মন ভাসিয়ে গান হয়ে রশ!
আমি তার নাম জানি না-
বিকেল বেলায় তেল মাখনা ?
৪.
তোমার পাওয়ার জন্য আমি বুদ্ধ হই!
রাগ ভাঙানোর জন্য আমি শুদ্ধ হই!
সুযোগ পেলে তোমার জন্য কৃষ্ণ সই!
তবু বলি আমি তো আর বিষ্ণু নই !
তোমার পাওয়ার জন্য আমি বুদ্ধ হই!
রাগ ভাঙানোর জন্য আমি শুদ্ধ হই!
সুযোগ পেলে তোমার জন্য কৃষ্ণ সই!
তবু বলি আমি তো আর বিষ্ণু নই !
৫.
মুছে গেল, নাম তোর,
ভুলে গেল লোকে!
তৌহিদ নাম শুধু ,
বাবা-মা’র বুকে!
মুছে গেল, নাম তোর,
ভুলে গেল লোকে!
তৌহিদ নাম শুধু ,
বাবা-মা’র বুকে!
৬.
যোগ-বিয়োগের অংক করি,
তোমার প্রেমের খাতায়!
অল্প একটু ভুল হলে, হায়!
আমি কেন বাদ পড়ে যাই?
যোগ-বিয়োগের অংক করি,
তোমার প্রেমের খাতায়!
অল্প একটু ভুল হলে, হায়!
আমি কেন বাদ পড়ে যাই?
৭.
বৃষ্টি যখন পড়ে,
চোখে ভাসে তার জলে!
গোপন কথা, গোপন ব্যথা,
আমায় কি আর বলে!
বৃষ্টি যখন পড়ে,
চোখে ভাসে তার জলে!
গোপন কথা, গোপন ব্যথা,
আমায় কি আর বলে!
৮.
এখন জোয়ার, ভেঙে যাবে ঘর!
এখন জোয়ার, তোমার-আমার!
এখন জোয়ার, ভেঙে যাবে ঘর!
এখন জোয়ার, তোমার-আমার!
১০.
আমার কি আর সন্ধ্যা আছে,
আর কি আছে রাত।
হাত বাড়ালে পালিয়ে যাবে,
বলবো ‘সুপ্রভাত’!
আমার কি আর সন্ধ্যা আছে,
আর কি আছে রাত।
হাত বাড়ালে পালিয়ে যাবে,
বলবো ‘সুপ্রভাত’!
আমাদের ইউটিউব চ্যালেন সাবস্কাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
0 Comments:
Post a Comment